সময়ের জনমাধ্যম

পিএসজিতেই যাচ্ছেন দেম্বেলে

কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিলো উসমান দেম্বেলের বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নিয়ে। তার প্রেক্ষিতে বার্সা সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন এই ফরাসি তারকা। সেই গুঞ্জন সত্যি হওয়াটা এখন সময়ের ব্যবধানে পরিণত হয়েছে। ফরাসি স্ট্রাইকারকে দলে ভেড়াতে বার্সেলোনার সাথে ঐকমত্যে পৌঁছেছে পিএসজি।

ফ্রান্সের সংবাদমাধ্যম লা পারিসিয়ান জানিয়েছে, বার্সার ৫ কোটি ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করে দেম্বেলেকে দলে টানতে চায় পিএসজি। এরই মধ্যে বার্সার বেঁধে দেয়া সময়সীমার মধ্যে কাতালান ক্লাবটিকে সে কথা জানিয়েও দিয়েছে ফরাসি ক্লাবটি। পাঁচ বছরের চুক্তিতে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিতে রাজি হয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

লা পারিসিয়ানের দাবি, পিএসজিতে সব মিলিয়ে বছরে ২ কোটি ইউরো বেতন পাবেন দেম্বেলে। দেম্বেলের দলবদল এখন নির্ভর করছে তাঁর বিষয়ে পিএসজি ও বার্সার ঐকমত্যে পৌঁছানোর ওপর। এই সপ্তাহের মধ্যেই দেম্বেলের ব্যাপারে কাতালান ক্লাবটির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করতে হবে পিএসজিকে। তবে রিলিজ ক্লজ ৫ কোটি ইউরো হলেও, নানা কারণে খরচটা আরো বেশি হবেই বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যমটি। সেক্ষেত্রে একাধিক কিস্তিতে পুরো টাকা পরিশোধ করতে চায় পিএসজি। তবে বার্সা এতে সম্মত না হলে পুরো টাকা দিয়েই তাকে এই মৌসুম থেকে প্যারিসে আনবে পিএসজি।

দেম্বলের পিএসজিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজও। লাস ভেগাসে এসি মিলানের বিপক্ষে ম্যাচ শেষে একথা জানান জাভি। স্প্যানিশ একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জাভি বলেন, ‘সে আমাদের ক্লাব ছাড়ার কথা জানিয়েছে। পিএসজি থেকে তার কাছে প্রস্তাব আছে। আমাদের এখান থকে কিছুই করার নেই। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’ এজন্যই মিলানের বিপক্ষে ম্যাচটির একাদশে ছিলেন না দেম্বেলে। এরপর জাভি বলেন, ‘ নিশ্চিতভাবেই আমার কষ্ট লাগছে। ভেবেছিলাম আমরা তার দারুণ যত্ন নিয়েছি এবং সে এখানে সুখেই আছে। কিন্তু সে আমাদের ছেড়ে যেতে চায়।’

এখনো বার্সার সাথে এক বছরের চুক্তি রয়েছে দেম্বেলের। নেইমারের বিদায়ের পর ২০১৭ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সায় যোগ দেন দেম্বেলে। বার্সায় ছয় মৌসুমে খেললেও চোটের কারণে একটা বড় সময় মাঠের বাইরে থাকতে হয়েছে এই ফরাসি তারকাকে। কাতালান ক্লাবটির হয়ে ১৮৫ ম্যাচে ৪০টি গোল রয়েছে তার।