সময়ের জনমাধ্যম

পবিপ্রবি’র ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলে লাইব্রেরি উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ভার্চুয়ালি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত লাইব্রেরির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক কায়েস, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. মিল্টন তালুকদার, সহকারী প্রভোস্ট এস.এম. হানিফ, পবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকীসহ সাধারণ শিক্ষার্থীরা।

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘স্মার্ট বাংলাদেশের যুগে পড়াশোনার জন্য লাইব্রেরির বিকল্প কিছু নেই। স্মার্ট, দক্ষ জনবল এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে লাইব্রেরির অবদান অনন্য।’

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. এনামুল হক কায়েস বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর থেকেই চেষ্টা করছি হলের সামগ্রিক উন্নয়নের জন্য। লাইব্রেরি তারই একটি অংশ।’

হলের শিক্ষার্থীরা জানান, অনুষদের লাইব্রেরি শুধু অফিস টাইমে খোলা থাকে, যেই সময় ক্লাসসহ সকল একাডেমিক কার্যক্রম চলমান থাকে। তাই হল লাইব্রেরি সব সময় খোলা রাখার জন্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেন তারা। হল লাইব্রেরি পেয়ে শিক্ষার্থীরা ধন্যবাদ জানান কর্তৃপক্ষকে।

Reendex

Must see news