সময়ের জনমাধ্যম

নলডাঙ্গায় ফসলি জমিতে পুকুর খনন করায় কারাদণ্ড

নাটোরে নলডাঙ্গায় বিপ্র বেলঘরিয়া ইউনিয়নের রামশার কাজীপুরে ফসলি জমি নষ্ট করে পুকুর খননের অপরাধে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তির নাম ইদ্রিস আলী ভুট্টো। তিনি উপজেলার রামশার কাজীপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার রাতে ওই গ্রামে অভিযানে যান নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। রাতেই দোষী ব্যক্তিকে দণ্ডের আদেশ দেন তিনি। রোববার দুপুরে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘন অপরাধে তাকে সাজা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে তাকে সাজা দেওয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।