সময়ের জনমাধ্যম

জয় দিয়ে ১২০০তম ম্যাচ উদযাপন করলেন ক্রিশ্চয়ানো রোনালদো

শুক্রবার (৮ ডিসেম্বর ) আল-রিয়াদের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে পেশাদার ফুটবলে নিজের ১২০০তম ম্যাচ পূর্ণ করলেন এ প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চয়ানো রোনালদো। ম্যাচে আল-নাসরের হয়ে একটি গোল এবং এক এসিস্টে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নিজের নিজের ১২০০তম ম্যাচ উদযাপন করেন পর্তুগিজ উইঙ্গার।

১৬ ম্যাচে ১৬ গোল করে সি আর সেভেন এখন সৌদি লিগের চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। সোশ্যাল মিডিয়ায় সতীর্থদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যত সাফল্যের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই তারকা।

এই জয় আল-নাসরকে সৌদি লীগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে। ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লীগে এখন পর্যন্ত অপরাজিত দল আল-হিলাল। ১৬ ম্যাচ খেলে দলটির সংগ্রহ ৪৪ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে আল-নাসরের সংগ্রহ ৩৭ পয়েন্ট।

পুরুষদের পেশাদার ফুটবলে সর্বোচ্চ ম্যাচের রেকর্ডটি সাবেক ইংলিশ গোলকিপার পিটার শিলটনের দখলে। বিভিন্ন ওয়েবসাটে তার পেশাদার ফুটবলে তার ম্যাচের সংখ্যা ১৩৮৭ বলা হলেও গতকাল সামাজিক মাধ্যম এক্সে প্রকৃত সংখ্যায় ১৩৯০ বলে দাবি করেছেন সাবেক এই ফুটবলার।

Reendex

Must see news