সময়ের জনমাধ্যম

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, আজ (শনিবার) বিকেলে সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে জরুরি সভায় বসবেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত সংখ্যক নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে টিভি মনিটরিং-এর মাধ্যমে বিএনপি ও সমমনা দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দলটির নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে।

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, হাবীবুর রহমান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, শাহাবউদ্দিন ফরাজীসহ কেন্দ্রীয় নেতারা কার্যালয়ে উপস্থিত হন। তারা টিভি মনিটরিং শুরু করেন। বিভিন্ন এলাকার খোঁজ-খবর নেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, সকাল সাড়ে ১০টা থেকে আমাদের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা টিভি মনিটরিং করে বিভিন্ন এলাকার পরিস্থিতির খোঁজ-খবর নিচ্ছেন। সবকিছু দেখে কিছুক্ষণ পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

উল্লেখ্য সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশ মুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।