সময়ের জনমাধ্যম

ছয় দফা দাবিতে আন্দোলনে যেতে পারেন পেট্রোল পাম্প মালিকরা

সব ধরনের তেলে ৭ শতাংশ কমিশনের দাবিতে রোববার (২৭ আগস্ট) সংবাদ সম্মেলন ডেকেছে পেট্রোল পাম্প মালিক সমিতি। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানা হলে তেল উত্তোলন বন্ধের ঘোষণা দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

শনিবার (২৬ আগস্ট) পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মিজানুর রহমান রতন বলেন, আমাদের দাবি বিক্রি পর্যায়ে ৭ শতাংশ কমিশন দিতে হবে। আমরা দাবি নিয়ে যতবারই মন্ত্রণালয়ে গিয়েছি, ততবারই আশ্বাস দেওয়া হয়েছে। তবে তা বাস্তবায়ন হয়নি। তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল আমরা সংবাদ সম্মেলন ডেকেছি। দাবি না মানা হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে তেল উত্তোলন বন্ধ রাখব।

পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে যে দাবীসমুহ জানানো হয়েছে সেগুলো হলো:
১ম: জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫% করতে হবে।
২য়: জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট, যা গেজেট আকারে প্রকাশ করতে হবে।
৩য়: সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশ দ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল করতে হবে। কারণ প্রবেশদ্বার ব্যবহারকারীরা অর্থাৎ সকল যানবাহন সরকারের নিয়ম মাফিক কর প্রদান করেন।
৪র্থ: ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ব্যতীত অন্য দপ্তর বা প্রতিষ্ঠান কর্তৃক লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল করতে হবে।
৫ম:মালিক কর্তৃক প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বিমা প্রথা চালু করার জন্য বিমা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করতে হবে।
৬ষ্ঠ: প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক সব জ্বালানি ডিপো সংলগ্ন ট্যাংকলরি শ্রমিকদের জন্য পর্যাপ্ত শৌচাগার ও বিশ্রামাগার নিশ্চিত করতে হবে।