সময়ের জনমাধ্যম

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ আগস্ট) রাতে হাসপাতালে দলীয় প্রধানকে দেখতে যান তিনি।

এ বিষয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রাতে ম্যাডামকে দেখতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি ম্যাডামের শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেন।

এর আগে বুধবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার দিকে শারীরিক চেকআপের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। এরপর সেখানে তার কিছু পরীক্ষা-নীরিক্ষা শেষে চিকিৎসকরা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষা করা হয়। সেই অনুযায়ী মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগের নতুন উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার শরীরে নতুন কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাতে হাসপাতালে ভর্তি রেখে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এর আগে গত ১০ জুন মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে ২৪ জুন বাসায় ফেরেন তিনি।