সময়ের জনমাধ্যম

কক্সবাজারে আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের হলিডে মোড়ের একটি আবাসিক হোটেলে পৌর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিনের মরদেহ পাওয়া গেছে। তিনি কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার (২১ আগস্ট) সকালে তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার এবং আলামত সংগ্রহের কাজে যোগ দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হলিডে মোড় এলাকার হোটেল সানমুনের ২০৮ নম্বর কক্ষে ওই আওয়ামী লীগ নেতার মরদেহ পাওয়া যায়। তার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল বলে জানায় পুলিশ।

নিহত সাইফ উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়ীত্ব পালন করেছে। এবং পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনারপাড়া এলাকায়।

Reendex

Must see news