সময়ের জনমাধ্যম

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৩০, আহত চার শতাধিক

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন চার শতাধিক যাত্রী। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতের রেল কর্তৃপক্ষ।

ভারতের কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলকাতা থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে ওড়িশা রাজ্যের বালাসোরে এ দুর্ঘটনা ঘটে।

ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা রাত সাড়ে নয়টার দিকে সাংবাদিকদের বলেছেন, করমন্ডল এক্সপ্রেস, একটি লোকাল ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বেশ কিছু বগি লাইনচ্যুত এবং অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৬০টি অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর ১৫টির বেশি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা থেকে বেশ কিছু মানুষের এই ট্রেনে থাকার আশঙ্কা রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা রয়েছে। করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতার শালিমার স্টেশন থেকে দক্ষিণ ভারতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে যাচ্ছিল। কলকাতা থেকে অনেক মানুষ এই ট্রেনে চেন্নাইয়ে চিকিৎসা করাতে যান।

পশ্চিমবঙ্গ থেকে ৫ বা ৬ জনের একটি দল ওড়িশা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওডিশা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন।