গুঞ্জনটা ছিলো আগে থেকেই, এবার সেটি নিশ্চিত হলো। দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচারের অভিযোগে গত ডিসেম্বরে জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শুরু করে উয়েফা। সে তদন্তের পরিপ্রেক্ষিতেই এখন শাস্তির মুখে পড়তে হলো ইতালির ক্লাবটিকে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতি ভঙ্গ করায় জুভেন্টাসকে ইউরোপীয় প্রতিযোগিতায় এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফলে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দর্শক হয়েই থাকতে হবে তুরিনের বুড়িদের। একই কারণে জুভেন্টাসের পাশাপাশি শাস্তির মুখে পড়েছে ইংলিশ ক্লাব চেলসিও।
আর্থিক অনিয়মের অভিযোগে গত মৌসুমে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয় জুভেন্টাসের। তাতে সিরি ‘আ’র পয়েন্ট টেবিলের তিন থেকে সাতে নেমে আসে জুভরা। শেষ পর্যন্ত সেই সাতে থেকেই মৌসুম শেষ করে তারা। ফলে চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়া জুভেন্টাসের জায়গা হয় ইউরোপা কনফারেন্স লিগে। তবে নতুন এই নিষেধাজ্ঞার জন্য সেটিও খেলা হবে না ইতালিয়ান ক্লাবটির। একই সঙ্গে ১ কোটি ৭১ লাখ পাউন্ড জরিমানাও করা হয়েছে ক্লাবটিকে।
উয়েফার এই শাস্তি মেনে নিয়েছে তুরিনের বুড়িরা। এমনকি আর এ রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে জুভেন্টাস। এক বিবৃতিতে ক্লাবটির নতুন সভাপতি গিয়ানলুকা ফেরেরো বলেছেন, ‘আমরা উয়েফার আর্থিক নিয়ন্ত্রণ সংস্থার সিদ্ধান্ত নিয়ে দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের কাজের বৈধতা ও যুক্তির বৈধতা সম্পর্কে দৃঢ়ভাবেই সুনিশ্চিত। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছিল। এই বেদনাদায়ক সিদ্ধান্তের পরও আমরা নতুন মৌসুমে কোর্টে নয়, মাঠের খেলার মনোযোগী হব।’ ইতালিয়ান ক্লাবটি যদি আগামী তিন বছর আর্থিক নিয়মগুলো ঠিকঠাক মেনে চলে, তবে তাদের নির্ধারিত জরিমানা অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছে উয়েফা। ইউরোপা কনফারেন্স লিগে জুভেন্টাসের পরিবর্তে দেখা যাবে ফিওরেন্তিনাকে।
আর্থিক অসঙ্গতির কারণে উয়েফার শাস্তির মুখে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিও। অসম্পূর্ণ আর্থিক তথ্য জমা দেওয়ায় চেলসিকে ৮০ লাখ ৫৭ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। উয়েফা জানায়, রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের মালিকানায় থাকার সময় ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে ঘটনাগুলো ঘটেছে।
এরই মধ্যে নির্ধারিত জরিমানা দিতে রাজি হয়েছে চেলসি। উয়েফার সিদ্ধান্তকে মেনে নিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘চেলসি উয়েফার সঙ্গে তাদের সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়। আর সামনের দিনগুলোতেও আর ভালো সম্পর্ক গড়ে তুলতে চায়।’