সময়ের জনমাধ্যম

ইউক্রেনে হামলা নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রাশিয়া-ভাগনার

ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ করে দেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, গত তিন দিনে রুশ বাহিনীর হামলায় ৩ হাজার ৭০০ সেনা নিহত বা আহত হয়েছে। তবে এ দাবির স্বপক্ষে কোন প্রমাণ দিতে পারেন নি তিনি।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘গত কয়েকদিনে বিভিন্ন ফ্রন্টে ইউক্রেন প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। আর সে আক্রমণ ব্যর্থ করে প্রচুর ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ সামরিক বাহিনী। তিন দিনেই ৩ হাজার ৭১৫ জন সেনা হারিয়েছে ইউক্রেন। সেই সঙ্গে ৫২টি ট্যাংক এবং ২০৭টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। তার বিপরীতে রাশিয়ার ৭১ জন সেনা নিহত হয়েছেন। ১৫টি ট্যাংক ও নয়টি সাঁজোয়া যান ধ্বংস হয়ে গেছে।’

তবে বার্তা সংস্থা রয়টার্স এই সংখ্যার বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে, রাশিয়ার এমন দাবি নাকচ করে দিয়েছেন দেশটির ভাড়াটে বাহিনী ভাগনার। বাহিনীটির প্রধান ইয়েভজেনি প্রিগোশিন এটিকে ‘অতিরঞ্জিত ও হাস্যকর’ বলে অভিহিত করেন। ইউক্রেনের দনবাস অঞ্চলে কিয়েভ বড় ধরনের হামলা চালাতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে রাশিয়া যে দাবি করেছে সেটি সত্য নয়।

রুশ সামরিক বাহিনী ও দেশটির ভাড়াটে বাহিনী ভাগনারের মধ্যে অনেক দিন ধরেই টানাপোড়েন চলছে। এখন তা প্রকাশ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।