সময়ের জনমাধ্যম

ইউক্রেনের ২৮টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনের ২৮টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে রাশিয়া। তবে এগুলোর কোনটিই রাশিয়ার মূল ভূখন্ডে নয়। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় এক কর্মকর্তা এ ঘটনা নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। আরও ১১টি ড্রোন বৈদ্যুতিক উপায়ে ধ্বংস করা হয়েছে। ড্রোন ধ্বংস করার সময় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্রিমিয়ায় নিযুক্ত রাশিয়ার গভর্নর সের্গেই আকসইয়োনভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম বার্তায় বলেন, ক্রিমিয়াতে এই ড্রোন বিধ্বস্ত করা হয়েছে।

সম্প্রতি কয়েক সপ্তাহে ক্রিমিয়ায় ড্রোন হামলা বেড়েছে। গত রোববার রাতে কার্চ সেতুতে ইউক্রেনীয় বাহিনীর হামলা চালায়। বিস্ফোরকভর্তি চালকবিহীন নৌযান ব্যবহার করে চালানো এ হামলার দায় স্বীকার করেছে কিয়েভ। তার জেরে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া ইউক্রেনের সাথে শস্য চুক্তির মেয়াদ বাড়ায়নি রাশিয়া।

২০১৪ সালে রাশিয়ার অন্তর্ভুক্ত হয় ক্রিমিয়া। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে স্বীকৃতি দেয়নি। কিয়েভ বারবারই ক্রিমিয়া ফিরিয়ে নেওয়ার কথা বলেছে।