সময়ের জনমাধ্যম

আল আহলিতে ফিরমিনো

ইউরোপের তারকা ফুটবলারদের দিকে পাখির চোখ করেছে সৌদি আরবের ক্লাবগুলো। ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেয়ার পর থেকে বদলে গিয়েছে মরু দেশটির ফুটবলের চিত্র। এরপর সৌদি ক্লাবগুলোয় নাম লিখিয়েছেন করিম বেনজেমা, এনগোলো কান্তে, এদুয়ার্দ মেন্দি ও কালিদু কুলিবালি। যার সবশেষ সংযোজন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো।

নতুন মৌসুমে সৌদি প্রো লিগে তাই একঝাঁক তারকার মিলনমেলা হতে যাচ্ছে। যদিও এদের অধিকাংশই রয়েছেন ক্যারিয়ারের শেষভাগে। বিবিসি জানিয়েছে, সৌদি লিগের ক্লাব আল আহলির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে তাঁর। গত মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে অ্যানফিল্ড ছেড়েছেন ফিরমিনো।

২০১৫ সালে হফেনহেইম থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন ফিরিমিনো। অলরেডসদের জার্সিতে খেলেছেন ৩৬২ ম্যাচ, গোল করেছেন ১১১টি। মোহাম্মদ সালাহ ও সাদিও মানের সঙ্গে আক্রমণের দুর্দান্ত এক ত্রয়ী গড়েছিলেন ফিরমিনো। ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারলেও ২০১৯ সালে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলতে ফিরমিনোর ভূমিকা ছিল অসাধারণ।

২০২০ সালে ৩০ বছর পর লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়েও বড় ভূমিকা তাঁর। ২০২২ সালে এক পয়েন্টের জন্য প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হলেও লিভারপুলের এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জয়ের পেছনে অনন্য ভূমিকা ছিলো ৩১ বছর বয়সী এই ফুটবলারের।