সময়ের জনমাধ্যম

আফগানদের বিপক্ষে প্রীতি ম্যাচ চূড়ান্ত বাংলাদেশের, শঙ্কা মাঠ নিয়ে

ফিফা উইন্ডোতে বাংলাদেশ ফুটবল দলের জন্য দুইটি প্রীতি ম্যাচের আয়োজন নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিজেদের ফুটবলের উন্নতির জন্য ফিফা উইন্ডোতে নিয়মিত ম্যাচ খেলার উপলব্ধির জায়গা থেকে এবার আফগানদের বিপক্ষে দুটি
ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। এক ভিডিও বার্তায় শুধু ম্যাচ দুটি চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছেন বাফুফের জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।

আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটিই ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশের। তবে ম্যাচ নিশ্চিত হলেও, এখনো ভেন্যু চূড়ান্ত করতে পারেনি বাফুফে। কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগামী সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের উইন্ডোতে আমরা আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ খেলব। ম্যাচ দুটি ৪ ও ৭ সেপ্টম্বর হবে। আমরা শিগগিরই ভেন্যু সম্পর্কে জানাতে পারব। আগামী অক্টোবরে বিশ্বকাপ ও এএফসি বাছাইপর্ব আছে, তারই প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের সঙ্গে এই ফিফা প্রীতি ম্যাচ দুটি খেলছি আমরা।’

তবে ভেন্যু নিয়ে খানিকটায় দুশ্চিন্তায় পড়তেই হচ্ছে বাফুফেকে। দুই বছর ধরে সংস্কার চলছে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের। বিকল্প হিসেবে সিলেটে ম্যাচ খেললেও গত মার্চে সেশেলসের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচের সেখানে খেলার ব্যাপারে আপত্তি জানিয়েছে বাংলাদেশের ফুটবলার।

বাফুফের হাতে বিকল্প হিসেবে আছে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম ও বসুন্ধরা কিংসের মাঠ। মাঠ পরিদর্শনে বাফুফের একটি দল চট্টগ্রামে যাওয়ার কথা। আর কিংসের মাঠ এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি বলে সেখানেও ম্যাচ নিযে শঙ্কা থাকছে।

leave a reply

Reendex

Must see news