ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ ও হাসনাত আবদুল্লার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। শনিবার বিকেল থেকে সেখানে অবস্থান নেয় তারা। এতে শাহবাগ মোড়ে যানবাহন চলাচলে বিঘ্ন হয়েছে।
জুলাই মঞ্চ নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে সড়কে মাঝে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দিচ্ছে। তাদের অবস্থানের কারণে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে, জাতীয় জাদুঘরে এনসিপির নেতাকর্মীরা ব্যানার নিয়ে সমাবেশ করছে। সেখানে হাসনাত আবদুল্লাহকে বক্তব্য দিতে দেখা গেছে।
বিক্ষোভকারীদের দাবি, কোনো চক্রান্ত করে অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। ছাত্র-জনতার মধ্যে ছোটখাটো নানা বিষয়ে মতানৈক্য থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সবার মত একই। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ বা যে নামে কিংবা মোড়কেই হোক, এ দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। প্রয়োজনে ছাত্র–জনতা আবার রাস্তায় নামবে, রক্ত দেবে; তবু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না।
শাহবাগ মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, দুপুর দেড়টার দিকে কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসে। তারা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে শুরু করে। তাদের অবস্থান কর্মসূচির পাশ দিয়ে যানবাহন সচল রাখার চেষ্টা করছেন বলে জানায় ট্রাফিক পুলিশ।