সময়ের জনমাধ্যম

অনুশীলনে ফিরেছেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে ও পিএসজির সম্পর্কের সুতো খানিকটা হলেও ঢিলে হয়েছে সাম্প্রতিক সময়ে। চুক্তি নবায়ন না করা নিয়ে ক্লাবকে দেয়া এমবাপ্পের চিঠির পর থেকেই শীতলতা বিরাজ করছে দুই পক্ষেই। এমবাপ্পের এমন সিদ্ধান্তকে ভালভাবে নেয়নি ফরাসি জায়ান্টরা। গ্রীষ্মকালীন দলবদলেই তাকে ছেড়ে দিতে চায় পিএসজি। কারণ, আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় হয়ে গেলে যে আর ট্রান্সফার ফি পাবে না তারা। আর চুক্তির মেয়াদ শেষ করেই পিএসজি ছাড়তে চান এমবাপ্পে। সেক্ষেত্রে বিশাল অঙ্কের ‘আনুগত্য’ বোনাস পাবেন তিনি! ফলে এমবাপ্পের ভবিষ্যৎ কী? ফুটবল বিশ্বে এই মুহুর্তে এটি সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি।

পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে চলে গেছেন লিওনেল মেসি। গুঞ্জন রয়েছে ক্লাব ছাড়তে পারেন নেইমারও। ফলে আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে পিএসজির। এরই মধ্যে নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছানো শুরু করেছে ক্লাবগুলো। মাঠে অনুশীলনে ফিরেছেন ফুটবলাররা। ছুটি শেষ করে পিএসজিতে যোগ দিয়েছেন এমবাপ্পে। গতকাল প্যারিসের ক্লাবটিতে ফিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আগামী মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করার কাজেও নেমে পড়েছেন।

পুরোদমে জিমও শুরু করে দিয়েছেন। জিমে ঢোকার আগে তাঁর সঙ্গে দেখা হয় নেইমারের। ব্রাজিলিয়ান তারকাকে আলিঙ্গনে আবদ্ধ করেন তিনি। এসময় কিছুক্ষণ কথা বলতে দেখা যায় দুজনকে। এর আগে নানা সময়ে দুজনের দ্বন্দ্বের খবর শোনা গেলেও, বিষয়টি এড়িয়ে গেছেন দুই ফুটবলারই।

তবে মাঠের বিষয়টি যাই হোক না কেন, সামনের মৌসুমে সফলতা পেতে আগে নিজেদের ভেতরের জটিলতাগুলো সমাধান করতে হবে পিএসজিকে। মাঠের খেলার মতো এই চ্যালেঞ্জ উতরে যাওয়ার উপর অনেকাংশেই নির্ভর করছে পিএসজির ভবিষৎ।